৩১৯. সফর ও প্রত্যাবর্তনের দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 17

আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) সফরের শুরুতে এ দোয়াটি পড়তেন -

সফর ও প্রত্যাবর্তনের দোয়া আরবি

اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اَللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اَللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الْأَهْلِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوْءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

সফর ও প্রত্যাবর্তনের দোয়া উচ্চারণ

আল্লা-হু আক্‌বার, আল্লা-হু আক্‌বার, আল্লা-হু আক্‌বার। সুব্‌’হা-নাল্লাযী সা’খ্‌খারা লানা- হা-যা- ওয়ামা- কুন্‌না- লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা- রাব্বিনা- লামুন্‌ক্বলিবূন। আল্লা-হুম্মা ইন্না- নাস্আলুকা ফী সাফারিনা- হা-যা- আল-বির্‌রা ওয়াত্ তাক্বওয়া, ওয়া মিনাল ‘আমালি মা-তার্‌দ্বা। আল্লা-হুম্মা হাওয়্যিন ‘আলাইনা- সাফারানা- হা-যা- ওয়াত্বয়ি ‘আন্‌না বু’ঊদাহু। আল্লা-হুম্মা, আনতাস স্বা-’হিবু ফিস সাফারি ওয়াল ‘খালীফাতু ফিল আহলি। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন্ ওয়া’অসা-য়িস সাফারি ওয়া কাআ-বাতিল মান্‌যারি, ওয়া সূয়িল মুন্‌ক্বলাবি ফিল মা-লি ওয়াল আহ্‌লি

সফর ও প্রত্যাবর্তনের দোয়া অনুবাদ

আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ (৩ বার)। পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করেছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে। হে আল্লাহ্‌, আমরা আমাদের এ সফরে আপনার কাছে মঙ্গলময় কর্ম এবং তাকওয়া প্রার্থনা করছি এবং আপনার পছন্দনীয় কর্ম করার তাওফীক প্রার্থনা করছি। হে আল্লাহ্‌, আপনি আমাদের জন্য এ সফরটি সহজ করে দিন এবং এর দূরত্ব সংকুচিত করে দিন। হে আল্লাহ্‌, সফরে আপনিই আমাদের সাথী এবং পরিবার পরিজনের কাছে আপনিই আমাদের খলীফা-স্থলাভিষিক্ত। হে আল্লাহ্‌, আমি সফরের কাঠিন্য, মনোকষ্টকর দৃশ্য এবং সম্পদ ও পরিবারে অকল্যাণময় প্রত্যাবর্তন থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি।


আর নবী (ﷺ) সফর থেকে ফেরার সময়ও তা পড়তেন এবং তাতে যোগ করতেন -

آيِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ

আ-ইবূনা তা-ইবূনা ‘আ-বিদূনা, লিরব্বিনা হা-মিদূন

অনুবাদ

আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রবের প্রশংসাকারী

রেফারেন্সমুসলিমঃ ১৩৪২

সেটিংস

বর্তমান ভাষা