৩০১. জানাযার দোয়া #৩.৩ (মহিলা)
Daily DuasProtectionIslamic PrayerCategory 15
জানাযার দোয়া #৩.৩ (মহিলা) আরবি
اَللَّهُمَّ أَمَتُكَ وَبِنْتُ أَمَتِكَ اِحْتَاجَتْ إِلَى رَحْمَتِكَ، وَأَنْتَ غَنِيٌّ عَنْ عَذَابِهَا، إِنْ كَانَتْ مُحْسِنَةً فَزِدْ فِي حَسَنَاتِهَا، وَإِنْ كَانَتْ مُسِيئَةً فَتَجَاوَزْ عَنْهَا
জানাযার দোয়া #৩.৩ (মহিলা) উচ্চারণ
আল্লা-হুম্মা ‘আমাতুকা, ওয়া বিনতু ‘আমাতিকা, ই'হতা-জাত ইলা রা'হমাতিকা, ওয়া আনতা গানিয়্যুন ‘আন ‘আযা-বিহা, ইন কা-নাত মু'হসিনাতান ফাঝিদ ফী 'হাসানা-তিহা, ওয়া ইন কা-নাত মুসীআতান ফা তাজা-ওয়াঝ ‘আনহা
জানাযার দোয়া #৩.৩ (মহিলা) অনুবাদ
হে আল্লাহ্, সে আপনার এক দাসী, আর এক দাসীর কন্যা। আপনার দয়া তার খুবই প্রয়োজন, তাকে শাস্তি না দিলে আপনার কোনও ক্ষতি নেই। যদি সে নেককার বান্দা হয়, তবে তার সওয়াব আরও বাড়িয়ে দিন, আর যদি বদকার বান্দা হয়, তবে তার খারাপ কাজগুলো ক্ষমা করুন।
রেফারেন্সসহিহ। আল-হাকিম: ১/৩৫৯