৩০২. জানাযার দোয়া #৩.৪ (মহিলা)

اَللَّهُمَّ إِنَّ (فُلَانَةَ بِنْتُ فُلَانٍ) فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، اَللَّهُمَّ فَاغْفِرْ لَهَا وَارْحَمْهَا إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

আল্লা-হুম্মা, ইন্না (‘ফুলানাতা বিনতু ফুলান’) ফী যিম্মাতিকা ওয়া ‘হাব্‌লি জিওয়া-রিকা, ফাক্বিহি মিন ফিত্‌নাতিল ক্বাবরি ওয়া 'আযা-বিন না-রি, ওয়া আনতা আহলুল ওয়াফা-য়ি ওয়াল হাক্ক। আল্লা-হুম্মা ফাগ্‌ফির লাহা, ওয়ার‘হামহা, ইন্নাকা আন্‌তাল গাফূরুর্‌ রা’হীম

অনুবাদ

হে আল্লাহ্‌! (উক্ত মহিলার নাম বলুন) তোমার আশ্রয় ও তত্ত্বাবধানে আছে; তাকে কবরের পরীক্ষা ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও! তুমি ওয়াদা-পালনকারী ও সত্যবাদী। হে আল্লাহ্‌! তাকে মাফ করে ও তার উপর রহম করো; তুমিই ক্ষমাশীল ও পরম দয়ালু।

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৩২০২

সেটিংস

বর্তমান ভাষা