৩০৮. মৃতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা
Daily DuasProtectionIslamic PrayerCategory 15
মৃতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা আরবি
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى
মৃতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা উচ্চারণ
ইন্না লিল্লা-হি মা- আখাযা, ওয়া লাহু মা- আ’অত্বা, ওয়া কুল্লুন ‘ইন্দাহূ বিআজালিম মুসাম্মা-
মৃতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা অনুবাদ
আল্লাহ্ যা গ্রহণ করেছেন তা তাঁরই, আর তিনি যা প্রদান করেছেন তাও তাঁরই, সবকিছুই তাঁর কাছে নির্ধারিত সময়ের জন্য।
উসামাহ ইব্নু যায়দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমরা নবী (ﷺ)-এর নিকট ছিলাম। এমন সময় নবী (ﷺ)-এর কোন এক কন্যার পক্ষ থেকে একজন সংবাদবাহক এসে তাঁকে জানাল যে, তাঁর মেয়ের পুত্রের মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। নবী (ﷺ) সংবাদবাহককে বলে দিলেন, তুমি ফিরে যাও এবং তাকে জানিয়ে দাও, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) কাজেই তাকে গিয়ে ধৈর্য ধরতে এবং প্রতিফল পাওয়ার আশা করতে বল।
রেফারেন্সবুখারীঃ ৭৩৭৭