২৮৬. কবরস্থ করার পরে কবরে মাটি ফেলা

সহীহ হাদীসে বর্ণিত যে, মৃতকে কবরস্থ করার পরে উপস্থিত ব্যক্তিদের জন্য সুন্নাত তিন বার দু হাত ভরে মাটি কবরে ফেলা। আবু হুরাইরা (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) একটি জানাযার সালাত আদায় করলেন। এরপর মৃতের কবরে গিয়ে তার মাথার দিক থেকে তার উপর তিনবার মাটি ফেললেন।’’

রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ১৫৬৫

সেটিংস

বর্তমান ভাষা