৩০৭. মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 15
মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া আরবি
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَثَبِّتْهُ
মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লাহু, ওয়া ছাববিতহু
মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ্ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) স্থির রাখুন
উসমান (রাঃ) বলেন, রাসূল (ﷺ) যখন মৃত ব্যক্তিকে দাফন করে অবসর গ্রহণ করতেন তখন বলতেন, 'তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তোমরা তার জন্য কবরে স্থায়ীত্ব চাও (অর্থাৎ সে যেন ফেরেশতাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে), এখন তাঁকে জিজ্ঞেস করা হচ্ছে’।
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৩২২১