২৯৯. জানাযার দোয়া #৩.১ (মহিলা)
اَللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا وَعَافِهَا وَاعْفُ عَنْهَا وَأَكْرِمْ نُزُلَهَا وَوَسِّعْ مُدْخَلَهَا وَاغْسِلْهَا بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهَا مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهَا دَارًا خَيْرًا مِنْ دَارِهَا وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهَا وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهَا وَأَدْخِلْهَا الْجَنَّةَ وَأَعِذْهَا مِنْ عَذَابِ الْقَبْرِ [عَذَابِ النَّارِ]
আল্লা-হুম্মাগফির লাহা, ওয়ার’হামহা, ওয়া‘আ-ফিহা, ওয়া’অ্ফু ‘আনহা, ওয়া আকরিম নুঝুলাহা, ওয়া ওয়াসসি’য় মুদখালাহা-, ওয়াগসিলহা- বিলমা-ই ওয়াছ ছালজি ওয়াল বারাদ। ওয়া নাক্বিহা- মিনাল খাতা-ইয়া- কামা-নাক্বাইতাছ ছাওবাল আবইয়াদ্বা মিনাদ দানাস। ওয়া আবদিলহা- দা-রান খাইরাম মিন দা-রিহা, ওয়া আহলান খাইরাম মিন আহলিহা-, ওয়া ঝাওজান খাইরাম মিন ঝাওজিহা-, ওয়া আদখিলহাল জান্নাতা ওয়া আ'ইযহা মিন আযাবিল ক্বাবর (অথবা আযাবিল ক্বাবর এর স্থলে 'আযাবিন না-র)
হে আল্লাহ্, আপনি তাকে ক্ষমা করুন, রহমত করুন, নিরাপত্তা দান করুন, তাকে মাফ করে দিন, তাকে সম্মানের সাথে আপনার কাছে স্থান দান করুন, তার প্রবেশস্থান (কবর) প্রশস্থ করুন, তাকে পানি, বরফ ও শীল দিয়ে ধৌত করুন, তাকে পাপরাশি থেকে এমনভাবে পবিত্র ও পরিচ্ছন্ন করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিচ্ছন্ন ও ঝকঝকে করেছেন। তাকে দান করুন তার (ফেলে যাওয়া) বাড়ির চেয়ে উত্তম বাড়ি, তার পরিজনের চেয়ে উত্তম পরিজন, তার (দুনিয়ার) সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী। তাকে আপনি জান্নাত দান করুন এবং কবরের বা জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।