৩০০. জানাযার দোয়া #৩.২ (মহিলা)

اَللَّهُمَّ (إِنَّهَا) أَمَتُكَ وَبِنْتُ عَبْدِكَ وَبِنْتُ أَمَتِكَ كَانَتْ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ اَللَّهُمَّ إِنْ كَانَتْ مُحْسِنَةً فَزِدْ فِي إِحْسَانِهَا وَإِنْ كَانَتْ مُسِيْئَةً فَتَجَاوَزْ عَنْ سَيِّئَاتِهَا اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهَا وَلَا تَفْتِنَّا بَعْدَهَا

আল্লা-হুম্মা, (ইন্নাহা) আমাতুকা, ওয়া বিনতু ‘আব্‌দিকা, ওয়া বিনতু আমাতিকা, কা-নাত ইয়াশ্‌হাদু আন লা- ইলা-হা ইল্লা- আন্‌তা, ওয়া আন্না মু’হাম্মাদান ‘আব্‌দুকা ওয়া রাসূলুকা, ওয়া আন্‌তা আ’অলামু বিহি। আল্লা-হুম্মা, ইন্‌ কা-নাত মু’হ্‌সিনাতান ফাঝিদ্‌ ফী ই’হসা-নিহা, ওয়া ইন্‌ কা-নাত মুসীআতান ফাতাজা-ওয়াঝ ‘আন সাইয়িআ-তিহা। আল্লা-হুম্মা লা- তা’হরিমনা- আজ্‌রাহা, ওয়ালা-তাফ্‌তিন্‌না বা'অদাহা

অনুবাদ

হে আল্লাহ্‌, এ মহিলা আপনার বান্দী, আপনার বান্দার কন্যা, আপনার বান্দীর কন্যা। সে সাক্ষ্য দিত যে, আপনি ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আপনার বান্দা ও আপনার রাসূল। আর আপনি তার বিষয়ে অধিক অবগত। হে আল্লাহ্‌, যদি সে নেককর্মকারী হয়ে থাকে তবে আপনি তার নেকি বৃদ্ধি করে দিন। আর যদি সে পাপাচারী হয়ে থাকে তবে আপনি তার পাপরাশি ক্ষমা করে দিন। হে আল্লাহ্‌, আমাদেরকে তার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না এবং তার পরে আমাদেরকে ফিতনাগ্রস্থ করবেন না।

রেফারেন্সসহীহ মাওকুফ। আল-মুয়াত্তাঃ ৫৩৯

সেটিংস

বর্তমান ভাষা