২৯১. কবর যিয়ারতের দোয়া #২
Daily DuasProtectionIslamic PrayerCategory 15
কবর যিয়ারতের দোয়া #২ আরবি
اَلسَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ
কবর যিয়ারতের দোয়া #২ উচ্চারণ
আস-সালামু ‘আলা আহ্লিদ দিয়া-রি মিনাল মু'মিনীন ওয়াল মুসলিমীন, ওয়া ইয়ার’হামুল্লাহুল মুস্তাক্ক্দিমীনা মিন্না- ওয়াল মুস্তা’খিরীন, ওয়া ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লালা-’হিক্বূন
কবর যিয়ারতের দোয়া #২ অনুবাদ
হে কবরবাসী মুমিন ও মুসলমান! তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক, আমাদের মধ্যে যারা আগে গিয়েছেন এবং যারা পরে যাবেন সকলকেই আল্লাহ্ রহমত করুন। আল্লাহ্র ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হব।
‘আয়েশা্ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! ক্ববর যিয়ারতে আমি কি বলব? তিনি বললেন, (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
রেফারেন্সসহিহ। মিশকাতুল মাসাবীহঃ ১৭৬৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মৃতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনাশিশুর জানাযায় দোয়া #৩জানাযার দোয়া #৩.৩ (মহিলা)জানাযার দোয়া #২.৩ (পুরুষ)কবর যিয়ারতের দোয়া #৪মৃতকে কবরস্থ করার দোয়া #২জানাযার দোয়া #৩.১ (মহিলা)কবরস্থ করার পরে কবরে মাটি ফেলামৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দোয়াজানাযার দোয়া #২.৪ (পুরুষ)মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়াজানাযার দোয়া #১