২৯৩. কবর যিয়ারতের দোয়া #৪

Daily DuasProtectionIslamic PrayerCategory 15

কবর যিয়ারতের দোয়া #৪ আরবি

اَلسَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ اَللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ

কবর যিয়ারতের দোয়া #৪ উচ্চারণ

আস-সালামু ‘আলাইকুম দা-রা ক্বাওমিন মু’মিনীন, ওয়া আতা-কুম মা- তুও’আদূনা গাদান মুআজ্জালূন, ওয়া ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লা- ‘হিকূন। আল্লা-হুম্মাগফির লিআহ্‌লি বাক্বি’য়িল গারক্কাদ

কবর যিয়ারতের দোয়া #৪ অনুবাদ

তোমাদের উপর সালাম, হে মুমিন কবরবাসিগণ। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তোমাদের কাছে এসেছে, আগামী দিনের জন্য তোমাদের অপেক্ষায় রাখা হয়েছে। আর আল্লাহ্‌র ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ্‌ আপনি বাকী কবরস্থানের বাসিন্দাদেরকে ক্ষমা করুন।

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) যখন আমার গৃহে অবস্থান করতেন তখন শেষ রাতে বাকী গোরস্থানে গিয়ে এ কথাগুলো বলতেন।

রেফারেন্সমুসলিমঃ ৯৭৪

সেটিংস

বর্তমান ভাষা