২৪৯. ফজর ও মাগরিবের পরের দোয়া #২
৭ বার বলবে -
اَللَّهُمَّ أَجِرْنِيْ مِنَ النَّارِ
আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র
হে আল্লাহ্, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
হারিস ইবনু মুসলিম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেছেন, তুমি ফজরের সালাতের পরেই (দুনিয়াবী) কথা বলার আগে এ দোয়া ৭ বার বলবে। যদি তুমি ঐ দিনে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ্ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে, মাগরিবের সালাতের পরে কথা বলার আগেই এ দোয়া ৭ বার বলবে। তুমি যদি ঐ রাতে মৃত্যু বরণ করো তাহলে আল্লাহ্ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।” অধিকাংশ মুহাদ্দিস হাদীসটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সালাতের পরের দোয়া #২
রুকূর দোয়া সমূহ #৮
সালাম ফিরানোর পরের দোয়া #১
পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়
ফজর সলাতের পরে পঠিতব্য দোয়া
দোয়া মাসূরা #৫
সালাতের পরের দোয়া #৩
ধীরস্থিরভাবে সিজদার গুরুত্ব
ফজরের সালাতের পর দোয়ার মহত্ত্ব #২
সানার দোয়া #১
দুই সিজদার মধ্যবর্তী দোয়া #১
সিজদায় কুরআন পড়তে নিষেধ