১৯৩. সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 13
সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দোয়া আরবি
أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দোয়া উচ্চারণ
আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম
সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দোয়া অনুবাদ
আমি আল্লাহ্র আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে।
উসমান ইবনু আবীল আস (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ), শয়তান আমার ও আমার সালাতের মধ্যে বাধা দেয় এবং আমার কিরাআত এলোমেলো করে দেয়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন: সে শয়তানের নাম: 'খিনযাব'। যখন এরূপ অনুভব করবে তখন (উপরের যিক্র) পাঠ করে তোমার বাম দিকে থুথু ফেলবে। তিনবার করবে। উসমান (রাঃ) বলেন: আমি এরূপ করলাম, ফলে আল্লাহ্ উক্ত শয়তানকে আমার থেকে দূর করে দিলেন।
রেফারেন্সমুসলিমঃ ২২০৩