২১৩. সিজদার দোয়া সমূহ #১
কমপক্ষে তিনবার বলবে -
সিজদার দোয়া সমূহ #১ আরবি
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى
সিজদার দোয়া সমূহ #১ উচ্চারণ
সুব্‘হা-না রাব্বিয়াল আ'লা-
সিজদার দোয়া সমূহ #১ অনুবাদ
মহাপবিত্র আমার প্রভু যিনি সর্বোচ্চ।
মনের আবেগ নিয়ে এ ঘোষণা বার বার দিতে হবে। কমপক্ষে ৩ বার এ তাসবীহ পাঠ করা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আচরিত ও নির্দেশিত কর্ম। অধিকাংশ বর্ণনায় “সুব্হানা রাব্বিয়াল আ‘লা” এবং কোনো কোনো হাদীসে “সুবাহানা রাব্বিয়াল আ‘লা ওয়া বিহামদিহী” বর্ণিত হয়েছে। রহমত বা দয়া সংক্রান্ত প্রত্যেকটি আয়াত পাঠ করার পরপর তিনি থেমে (আল্লাহ্র কাছে তা) চেয়েছেন, এবং শাস্তি সংক্রান্ত প্রত্যেকটি আয়াত শেষ করার পর থেমে (আল্লাহ্র কাছে তা থেকে) আশ্রয় চেয়েছেন।
রেফারেন্সমুসলিমঃ ৭৭২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সানার দোয়া #৩সিজদার দোয়া সমূহ #৫সানার দোয়া #১রুকূর দোয়া সমূহ #২পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৬সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দোয়া #১দোয়া মাসূরা #৯সালাতের পরের দোয়া #৯সলাতের মধ্যে হাঁচি দিলেফজরের সালাতের পর দোয়ার মহত্ত্ব #১সালাম ফিরানোর পরের দোয়া #৩