২০৭. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৪
Daily DuasProtectionIslamic PrayerCategory 13
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৪ আরবি
اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৪ উচ্চারণ
আল্লা-হুম্মা রাব্বানা- লাকাল ‘হামদু মিলআস সামাওয়া-তি ওয়া মিলআল আরদ্বি ওয়া মিলআ মা- বাইনাহুমা-, ওয়া মিলআ মা- শি‘তা মিন শাইয়িন বা‘দু
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৪ অনুবাদ
হে আল্লাহ্, আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা, আকাশসমূহ পরিপূর্ণ করে, পৃথিবী পরিপূর্ণ করে, উভয়ের মধ্যে যা কিছু আছে সব পরিপূর্ণ করে এবং এরপর আপনি যা কিছু ইচ্ছা করেন তা পরিপূর্ণ করে প্রশংসা আপনার।
ইবনু আবী আউফা (র), ইবনু আব্বাস (রাঃ), আলী (রাঃ) ও অন্যান্য সাহাবী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রুকু থেকে উঠে দাঁড়িয়ে এ বাক্যগুলো বলতেন।
রেফারেন্সমুসলিমঃ ৪৭৬