২২৪. সিজদার আয়াত পড়ে সিজদা দেওয়া
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সাজদায় যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে হায়! আমার দুর্ভাগ্য! ইবনু কুরায়বের বর্ণনায় রয়েছে, হায়রে, আমার দুর্ভাগ্য! বনী আদম সিজদার জন্য আদিষ্ট হলো। তারপর সে সাজদাহ করলো এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হলো। আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলো, কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হলো।
রেফারেন্সমুসলিমঃ ৮১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দোয়া মাসূরা #৩রুকূর দোয়া সমূহ #৯তেত্রিশবার "সুবহানাল্লাহ”, তেত্রিশবার “আলহামদুলিল্লাহ” এবং চৌত্রিশবার “আল্লাহু আকবার”দোয়া মাসূরা #৪ফজরের সালাতের পর দোয়ার মহত্ত্ব #২ফজরের সালাতের পর দোয়ার মহত্ত্ব #১সানার দোয়া #৩সালাতের পরের দোয়া #১১দোয়া মাসূরা #৫রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৭সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দোয়াসালাম ফিরানোর পরের দোয়া #২