২২৪. সিজদার আয়াত পড়ে সিজদা দেওয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 13
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সাজদায় যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে হায়! আমার দুর্ভাগ্য! ইবনু কুরায়বের বর্ণনায় রয়েছে, হায়রে, আমার দুর্ভাগ্য! বনী আদম সিজদার জন্য আদিষ্ট হলো। তারপর সে সাজদাহ করলো এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হলো। আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলো, কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হলো।
রেফারেন্সমুসলিমঃ ৮১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দোয়া মাসূরা #১৩দুই সিজদার মধ্যবর্তী দোয়া #১তেত্রিশবার "সুবহানাল্লাহ”, তেত্রিশবার “আলহামদুলিল্লাহ” এবং চৌত্রিশবার “আল্লাহু আকবার”ফজর ও মাগরিবের পরের দোয়া #১রুকূর দোয়া সমূহ #৫ধীরস্থিরভাবে সিজদার গুরুত্বসালাতের পরের দোয়া #৫ফজরের সালাতের পর দোয়ার মহত্ত্ব #২দুই সিজদার মধ্যবর্তী দোয়া #২সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাসরুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৫দোয়া মাসূরা #৭