২৩৫. দোয়া মাসূরা #৫
اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي اَللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى وَأَسْأَلُكَ نَعِيْمًا لَا يَنْفَدُ وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ اَللَّهُمَّ زَيِّنَا بِزِيْنَةِ الْإِيْمَانِ وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِيْنَ
আল্লা-হুম্মা, বি‘ইলমিকাল গাইবা ওয়া ক্বুদ্রাতিকা ‘আলাল খাল্ক্ব, আ’হ্য়িনী মা- ‘আলিম্তাল ‘হায়া-তা খাইরল্লী, ওয়া তাওয়াফ্ফানী ইযা- ‘আলিম্তাল ওয়াফা-তা খাইরান লী, আল্লা-হুম্মা, ওয়া আস্আলুকা খাশ্ইয়াতাকা ফিল গাইবি ওয়াশ শাহা-দাতি, ওয়া আস্আলুকা কালিমাতাল হাক্কি ফির রিদ্বা- ওয়াল গাদ্বাবি, ওয়া আস্আলুকাল ক্বাস্দা ফিল ফাক্বরি ওয়াল গিনা- ওয়া আস্আলুকা না’য়ীমান লা- ইয়ান্ফাদু, ওয়া আস্আলুকা ক্বুর্রাতা ‘আইনিন লা- তান্ক্বাতি’উ, ওয়া আস্আলুকার রিদ্বা- বা'অ্দাল ক্বাদ্বা-, ওয়া আস্আলুকা বার্দাল ‘আইশি বা’অ্দাল মাউতি, ওয়া আস্আলুকা লায্যাতান নাযারি ইলা ওয়াজ্হিকা ওয়াশ্ শাওক্বা ইলা- লিক্বা-য়িকা ফী গাইরি দ্বার্রা-আ মুদ্বির্রাতিন ওয়ালা- ফিত্নাতিন মুদ্বিল্লাতিন। আল্লা-হুম্মা, ঝায়্যিনা- বি-ঝিনাতিল ঈমা-নি ওয়াজ্‘আলনা- হুদা-তাম মুহ্তাদীন
আল্লাহ্, আপনার গাইবী ইলমের ওসীলা দিয়ে এবং আপনার সৃষ্টির ক্ষমতার অসীলা দিয়ে (প্রার্থনা করছি), আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ আপনি জানবেন যে, জীবন আমার জন্য উত্তম। এবং আপনি আমাকে মৃত্যু দান করুন যখন আপনি জানবেন যে, মৃত্যু আমার জন্য উত্তম। হে আল্লাহ্, আর আমি আপনার কাছে চাচ্ছি গোপনে এবং প্রকাশ্যে আপনার ভীতি। আমি আপনার কাছে চাচ্ছি রাগ কিংবা সন্তুষ্ট উভয় অবস্থাতে সত্য কথন। এবং আমি আপনার কাছে চাচ্ছি মধ্যম পন্থা দারিদ্র্য এবং সচ্ছলতায়। এবং আমি আপনার কাছে চাচ্ছি অফুরন্ত নেয়ামত। এবং আমি আপনার কাছে চাচ্ছি অবিচ্ছিন্ন শান্তি-তৃপ্তি। এবং আমি আপনার কাছে চাচ্ছি তাকদিরের (প্রকাশ পাওয়ার) পরে সন্তুষ্টি। এবং আমি আপনার কাছে চাচ্ছি মৃত্যুর পরে শান্তিময় জীবন। এবং আমি আপনার কাছে চাচ্ছি আপনার পবিত্র মুখমণ্ডলের প্রতি দৃষ্টিপাতের আনন্দ, এবং আপনার সাথে সাক্ষাতের আগ্রহ, সকল ক্ষতিকর প্রতিকূলতা এবং বিভ্রান্তিকর ফিতনা-ফাসাদ হতে বিমুক্ত থেকে। হে আল্লাহ্, আপনি আমাদেরকে সৌন্দর্যময় করুন ঈমানের সৌন্দর্যে এবং আমাদেরকে বানিয়ে দিন সুপথপ্রাপ্ত পথপ্রদর্শনকারী।
তাবিয়ী সাইব ইবনু মালিক (রহ) বলেন, একদিন আম্মার ইবনু ইয়াসির (রাঃ) আমাদেরকে নামায পড়ালেন। তিনি সংক্ষেপে নামায পড়ালেন। তখন জামাতে উপস্থিত কেউ কেউ বলল, আপনি সংক্ষেপেই নামায পড়ালেন। তখন তিনি বললেন, আমি এ নামাযের মধ্যে এমন কিছু দোয়া করেছি যেগুলো আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছি। এ বলে তিনি উপরের দোয়াটি তাদেরকে শিখিয়ে দেন।