২৫৮. সালাতের পরের দোয়া #১
সালাতের পরের দোয়া #১ আরবি
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ (تَجْمَعُ) عِبَادَكَ
সালাতের পরের দোয়া #১ উচ্চারণ
রাব্বি ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব'আছু (তাজমাউ) 'ইবা-দাক
সালাতের পরের দোয়া #১ অনুবাদ
হে আমার প্রভু, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাগণকে।
বারা ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমরা রসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম তখন পিছনে তাঁর ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম যাতে তিনি ঘুরে বসলে আমাদের দিকে মুখ করে বসেন। বারা ইবনু ‘আযিব (রাঃ) বলেন, আমি তাঁকে বলতে শুনেছি, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সমুসলিমঃ ৭০৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
তেত্রিশবার "সুবহানাল্লাহ”, তেত্রিশবার “আলহামদুলিল্লাহ” এবং চৌত্রিশবার “আল্লাহু আকবার”দোয়া মাসূরা #৯সিজদার দোয়া সমূহ #১ফজরের সালাতের পর দোয়ার মহত্ত্ব #১সালাতের পরের দোয়া #২রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৪সালাতের পরের দোয়া #৯সালাতের পরের দোয়া #৫দোয়া মাসূরা #১৬পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দোয়াতাশাহুদ #১