২৬২. সালাতের পরের দোয়া #৫
সুহাইব (রাঃ) বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) সালাত শেষ করার সময় এ দোয়া বলতেন -
اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِيْنِيَ الَّذِي جَعَلْتَهُ عِصْمَةَ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِيْ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ، وَأَعُودُ بِكَ مِنْكَ، اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
আল্লা-হুম্মা, আস্বলি’হ্ লী দীনিয়াল লাযী জা'আল্তাহু, ‘ইস্ব্মাতা আমরী। ওয়া আস্বলি’হ্ লী দুন্ইয়া-ইয়াল্ লাতী জা'আলতা ফীহা- মা’আ-শী। আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বি রিদ্বা-কা মিন সাখাত্বিকা, ওয়াবি ‘আফ্ইকা মিন নিক্বমাতিকা, ওয়া আউযু বিকা মিনকা, আল্লা-হুম্মা, লা- মা-নি’আ লিমা- আ’ত্বাইতা, ওয়ালা- মু’ত্বিয়া লিমা মানা'তা, ওয়ালা- ইয়ানফা’উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু
হে আল্লাহ্, আপনি আমার দ্বীনকে সংশোধিত-কল্যাণময় করুন, যাকে আপনি আমার রক্ষাকবজ বানিয়েছেন এবং আমার পার্থিব জীবনকে সংশোধিত করুন, যাতে আমার জীবন ও জীবিকা রেখেছেন। হে আল্লাহ্, আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির নিকট, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার নিকট এবং আপনার থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্, আপনি যা প্রদান করেন তা ঠেকানোর কেউ নেই। এবং আপনি যা প্রদান না করেন তা প্রদান করার ক্ষমতাও কারো নেই। এবং কোনো পারিশ্রমকারীর পরিশ্রম আপনার ইচ্ছার বাইরে তার কোনো উপকারে লাগে না।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ফজর সলাতের পরে পঠিতব্য দোয়া
সিজদার দোয়া সমূহ #৯
সানার দোয়া #৮
তেত্রিশবার "সুবহানাল্লাহ”, তেত্রিশবার “আলহামদুলিল্লাহ” এবং চৌত্রিশবার “আল্লাহু আকবার”
সিজদায় বেশী বেশী দোয়া করা
সানার দোয়া #৩
দোয়া মাসূরা #১৫
তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #১
সানার দোয়া #২
সালাতের পরের দোয়া #৪
সিজদার দোয়া সমূহ #৪
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৫