২৬২. সালাতের পরের দোয়া #৫

Daily DuasProtectionIslamic PrayerCategory 13

সুহাইব (রাঃ) বলেন: রাসূলুল্লাহ্‌ (ﷺ) সালাত শেষ করার সময় এ দোয়া বলতেন -

সালাতের পরের দোয়া #৫ আরবি

اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِيْنِيَ الَّذِي جَعَلْتَهُ عِصْمَةَ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِيْ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ، وَأَعُودُ بِكَ مِنْكَ، اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

সালাতের পরের দোয়া #৫ উচ্চারণ

আল্লা-হুম্মা, আস্বলি’হ্‌ লী দীনিয়াল লাযী জা'আল্‌তাহু, ‘ইস্ব্‌মাতা আমরী। ওয়া আস্বলি’হ্‌ লী দুন্‌ইয়া-ইয়াল্‌ লাতী জা'আলতা ফীহা- মা’আ-শী। আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বি রিদ্বা-কা মিন সাখাত্বিকা, ওয়াবি ‘আফ্‌ইকা মিন নিক্বমাতিকা, ওয়া আউযু বিকা মিনকা, আল্লা-হুম্মা, লা- মা-নি’আ লিমা- আ’‌ত্বাইতা, ওয়ালা- মু’ত্বিয়া লিমা মানা'‌তা, ওয়ালা- ইয়ানফা’উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু

সালাতের পরের দোয়া #৫ অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি আমার দ্বীনকে সংশোধিত-কল্যাণময় করুন, যাকে আপনি আমার রক্ষাকবজ বানিয়েছেন এবং আমার পার্থিব জীবনকে সংশোধিত করুন, যাতে আমার জীবন ও জীবিকা রেখেছেন। হে আল্লাহ্‌, আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির নিকট, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার নিকট এবং আপনার থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্‌, আপনি যা প্রদান করেন তা ঠেকানোর কেউ নেই। এবং আপনি যা প্রদান না করেন তা প্রদান করার ক্ষমতাও কারো নেই। এবং কোনো পারিশ্রমকারীর পরিশ্রম আপনার ইচ্ছার বাইরে তার কোনো উপকারে লাগে না।

রেফারেন্সহাসান (ইবনে হাজার)। আলফুতুহুতুর রাব্বানিয়্যাহ ৩/৭১

সেটিংস

বর্তমান ভাষা