২২৯. তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 13

তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #১ আরবি

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #১ উচ্চারণ

আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- মুহাম্মাদিউ ওয়া ‘আলা- আ-লি মুহাম্মাদিন কামা- সাল্লাইতা ‘আলা- ইব্রাহীমা ওয়া ‘আলা- আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক ‘আলা- মুহাম্মাদিউ ওয়া ‘আলা- আ-লি মুহাম্মাদিন, কামা- বা-রাকতা ‘আলা- ইব্রাহীমা ওয়া ‘আলা- আ-লি ইব্রাহীমা ইন্নাকা 'হামীদুম্ মাজীদ

তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #১ অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করো, যেভাবে রহমত বর্ষণ করেছো ইবরাহীম (আঃ) ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ্‌! বরকত অবতীর্ণ করো মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিবারবর্গের উপর, যেভাবে তুমি বরকত নাযিল করেছো ইবরাহীম (আঃ) ও তাঁর পরিবার-পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত’।

কা‘ব্ ইবনু ‘উজ্‌রহ্‌ (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর কিভাবে দরুদ পাঠ করতে হবে? কেননা, আল্লাহ্‌ তো (কেবল) আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা কিভাবে আপনার উপর সালাম করব। তিনি (ﷺ) বললেন, তোমরা এভাবে বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সবুখারীঃ ৩৩৭০

সেটিংস

বর্তমান ভাষা