২৩১. দোয়া মাসূরা #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 13

দোয়া মাসূরা #১ আরবি

اَللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ وَاجْعَلْنَا شَاكِرِيْنَ لِنِعْمَتِكَ مُثْنِيْنَ بِهَا قَابِلِيْهَا وَأَتِمَّهَا عَلَيْنَا

দোয়া মাসূরা #১ উচ্চারণ

আল্লা-হুম্মা, আল্লিফ বাইনা ক্বুলুবিনা-, ওয়া আসলি’হ যা-তা বাইনিনা-, ওয়াহ্‌দিনা- সুবুলাস সালা-ম, ওয়া নাজ্জিনা- মিনায যুলুমা-তি ইলান নূর। ওয়া জান্নিবনাল ফাওয়া-’হিশা মা- যাহারা মিনহা- ওয়ামা- বাতান, ওয়া বা-রিক লানা- ফী আসমা-’ইনা-, ওয়া আবসা-রিনা, ওয়া ক্বুলুবিনা, ওয়া আঝওয়া-জিনা, ওয়া যুররিয়্যা-তিনা-। ওয়া তুব ‘আলাইনা-, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম। ওয়াজ ‘আলনা- শা-কিরীনা লিনি'মাতিকা, মুছনীনা বিহা- ক্বা-বিলীহা, ওয়া আতিম্মাহা- ‘আলাইনা

দোয়া মাসূরা #১ অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি আমাদের অন্তরের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি করে দিন। আপনি আমাদের মধ্যে সুসম্পর্ক ও সৌহার্দ্য প্রদান করুন। আপনি আমাদেরকে শান্তির পথে পরিচালিত করুন, আমাদেরকে অন্ধকার থেকে মুক্ত করে আলোয় নিয়ে আসুন, আমাদেরকে প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল অশ্লীলতা থেকে রক্ষা করুন। আপনি আমাদের শ্রবণযন্ত্রে, আমাদের দৃষ্টিশক্তিতে, আমাদের অন্তরে, আমাদের দাম্পত্য সঙ্গীগণের মধ্যে এবং আমাদের সন্তানগণের মধ্যে বরকত প্রদান করুন। আপনি আমাদের তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি তাওবা কবুলকারী পরম করুণাময়। আপনি আমাদেরকে আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের, নিয়ামতের জন্য আপনার প্রশংসা করার এবং নিয়ামতকে সসম্মানে গ্রহণ করার তাওফীক প্রদান করুন এবং আপনি আমাদের জন্য প্রদত্ত্ব আপনার নিয়ামতকে পূর্ণ করুন।

আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাদেরকে তাশাহুদের পরে দোয়ার জন্য এ বাক্যগুলো শেখাতেন।

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৯৬৯

সেটিংস

বর্তমান ভাষা