২১৬. সিজদার দোয়া সমূহ #৪
আয়েশা (রাঃ) বলেন, আমি এক রাতে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বিছানায় পেলাম না। (অন্ধকারে) আমি তাকে খুঁজলাম। তখন আমার হাত তার পায়ের তালুতে লাগল। তিনি তখন সিজদায় ছিলেন ও পা দুটি খাড়া ছিল। তিনি বলছিলেন -
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوْذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
আল্লা-হুম্মা, ইন্নী আ'ঊযু বিরিদ্বা-কা মিন সাখাতিক, ওয়া বি মু'আ-ফা-তিকা মিন ‘উক্বুবাতিক, ওয়া আ‘উযু বিকা মিনকা, লা- উহসী ছানা-আন ‘আলাইকা। আনতা কামা- আছনাইতা ‘আলা- নাফসিক
হে আল্লাহ্, আমি আপনার ক্রোধ থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় প্রার্থনা করছি এবং আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি। এবং আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে আপনার থেকে। আমি আপনার প্রশংসা করে শেষ করতে পারি না। আপনি ঠিক তেমনি যেমন আপনি আপনার নিজের প্রশংসা করেছেন।