২৩২. দোয়া মাসূরা #২
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিন ‘আযা-বি জাহান্নাম, ওয়া মিন ‘আযা-বিল ক্বাব্র, ওয়া মিন ফিতনাতিল মা’হ্ইয়া- ওয়াল মামা-তি ওয়া মিন শার্রি ফিতনাতিল মাসী'হিদ দাজ্জা-ল
অনুবাদ
হে আল্লাহ্, আমি আপনার নিকট আশ্রয় চাই- জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জাগতিক জীবনের ও মৃত্যুর ফিতনা (পরীক্ষা বা বিপদ) থেকে এবং দাজ্জালের অমঙ্গল থেকে।
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “তোমরা যখন তাশাহুদ শেষ করবে, তখন চারটি বিষয় থেকে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করে বলবে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সমুসলিমঃ ৫৮৮