২০০. রুকূর দোয়া সমূহ #৭
‘আবদুল্লাহ্ ইবনু মাস্‘ঊদ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) রুকূ এবং সিজদায় বলতেন -
سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ اِلَيْكَ
সুব্হা-নাকা ওয়া বিহাম্দিকা আস্তাগ্ফিরুকা ওয়া আতূবু ইলাইক
অনুবাদ
তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি। তোমার নিকট ক্ষমা চাই ও তোমার নিকট তাওবা করি।
রেফারেন্সহাসান। সিলসিলা সহীহাঃ ৩০৩২