২৩০. তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #২

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- মুহাম্মাদিন ওয়া ‘আঝওয়া-জিহি ওয়া যুররিয়্যাতিহি কামা- সাল্লাইতা ‘আলা- আ-লি ইব্‌রাহীমা, ওয়া বা-রিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আঝওয়া-জিহি ওয়া যুররিয়্যাতিহি কামা- বা-রাক্‌তা ‘আলা- আ-লি ইব্‌রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ

অনুবাদ

হে আল্লাহ্‌! শান্তি বর্ষণ করো মুহাম্মাদ (ﷺ)-এর উপর, এবং তাঁর স্ত্রী ও বংশধরদের উপর, যেভাবে শান্তি বর্ষণ করেছো ইবরাহীম (আঃ)-এর পরিবারের উপর আর অনুগ্রহ বর্ষণ করো মুহাম্মাদ (ﷺ)-এর উপর, এবং তাঁর স্ত্রী ও বংশধরদের উপর, যেভাবে অনুগ্রহ বর্ষণ করেছো ইবরাহীম (আঃ)-এর পরিবারের উপর তুমি প্রশংসিত, মহিমান্বিত।

আবূ হামিদ সাইদি (রাঃ) থেকে বর্ণিত, তারা জিজ্ঞাসা করেন, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আমরা আপনার জন্য কীভাবে দরুদ পাঠ করব?” তখন নবী (ﷺ) বলেন, তোমরা বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে )

রেফারেন্সবুখারীঃ ৩৩৬৯

সেটিংস

বর্তমান ভাষা