১৯২. সানার দোয়া #৮
তিনবার বলবে -
اَللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اَللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اَللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا
আল্লা-হু আকবার কাবীরা, আল্লা-হু আকবার কাবীরা, আল্লা-হু আকবার কাবীরা, ওয়ালহামদু লিল্লা-হি কাছীরা, ওয়ালহামদু লিল্লা-হি কাছীরা, ওয়ালহামদু লিল্লা-হি কাছীরা। ওয়াসুবহা-নাল্লা-হি বুকরাতাঁও ওয়া আসীলা
আল্লাহ্ সবচেয়ে বড় অতীব বড়, আল্লাহ্ সবচেয়ে বড় অতীব বড়, আল্লাহ্ সবচেয়ে বড় অতীব বড়। আর আল্লাহ্র জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহ্র জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহ্র জন্যই অনেক ও অজস্র প্রশংসা। সকালে ও বিকালে আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।
অতঃপর বলবে -
أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ مِنْ نَفْخِهِ، وَنَفْثِهِ، وَهَمْزِهِ
আউযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নি, মিন নাফখিহী ওয়ানাফছিহী ওয়াহামযিহী
আমি শয়তান থেকে আল্লাহ্র নিকট আশ্রয় চাই। আশ্রয় চাই তার ফুঁ তথা দম্ভ-অহংকার থেকে, তার থুতু তথা কবিতা থেকে ও তার চাপ তথা পাগলামি থেকে।