২৪১. দোয়া মাসূরা #১১
Daily DuasProtectionIslamic PrayerCategory 13
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, “তুমি সালাতে কী দোয়া করো?" লোকটি বলে, আমি তাশাহুদ পাঠ করে বলি -
দোয়া মাসূরা #১১ আরবি
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
দোয়া মাসূরা #১১ উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান না-র
দোয়া মাসূরা #১১ অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে জান্নাত চাই; আর জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাই।
আমি তো আর আপনার মতো সুন্দর করে দোয়া পড়তে পারি না, মুআযের মতোও না! "তখন নবী (ﷺ) বলেন, “আমাদের দোয়াও এর কাছাকাছি অর্থ বহন করে!"
রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ৩৮৪৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ফজর ও মাগরিবের পরের দোয়া #২তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #১সালাতের পরের দোয়া #৫সালাতের পরের দোয়া #৪ফজর ও মাগরিবের পরের দোয়া #১রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৮দোয়া মাসূরা #১৫রুকূর দোয়া সমূহ #১দুই সিজদার মধ্যবর্তী দোয়া #১সালাতে পঠিত আয়াতের জবাব #২সিজদার দোয়া সমূহ #৯পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়