৮৬৮. তাশাহুদ #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 13

তাশাহুদ #১ আরবি

اَلتَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

তাশাহুদ #১ উচ্চারণ

আত্তাহিয়্যা-তুল মুবা’রাকাতুস্‌ সালাওয়া-তু ত্বয়্যিবা-তু লিল্লাহি, আস্‌সালা-মু ‘আলাইকা আইয়্যূহান নাবিয়্যূ ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু। আস্‌সালা-মু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লা-হিস সা-লিহীন। আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লা-হ।

তাশাহুদ #১ অনুবাদ

বরকতময় মৌখিক ইবাদত, পবিত্র দৈহিক ইবাদত (সব) আল্লাহ তা’আলার জন্য। হে নবী, আপনার প্রতি আল্লাহ তা’আলার শান্তি, রহমত ও বরকত বর্ষিত হােক। শান্তি বর্ষিত হােক আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তা’আলা ছাড়া সত্য কোনাে মাবুদ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল।

রেফারেন্সমুসলিমঃ ৪০৩

সেটিংস

বর্তমান ভাষা