১৯৮. রুকূর দোয়া সমূহ #৫

اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعِظَامِيْ وَعَصَبِيْ

আল্ল-হুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আ-মানতু ওয়া লাকা আস্‌লামতু, খাশা‘আ লাকা সাম'ই ওয়া বাসারী ওয়া মুখ্‌খী ওয়া ‘ইযা-মী ওয়া ‘আসাবী

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনারই জন্য রুকু করেছি, এবং আপনার উপরেই ঈমান এনেছি এবং আপনারই কাছে সমর্পিত হয়েছি। ভক্তিতে অবনত হয়েছে আপনার জন্য আমার শ্রবণ, আমার দৃষ্টি, আমার মস্তিষ্ক, আমার অস্থি ও আমার স্নায়ুতন্ত্র।

আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) রুকুতে এ কথাগুলো বলতেন।

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৭৬০

সেটিংস

বর্তমান ভাষা