২৬৬. সালাতের পরের দোয়া #৯

اَللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِيْ وَوَسِّعْ لِي فِي دَارِيْ وَبَارِكْ لِي فِي رِزْقِيْ

আল্লা-হুম্মাগ্‌ফির লী যান্‌বী ওয়া ওয়াস্‌সি’য়্‌ লী ফী দা-রী ওয়া বা-রিক্‌ লী ফী রিঝ‌ক্বি

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি আমার পাপ ক্ষমা করুন, আমার বাড়িকে প্রশস্ত করে দিন এবং আমার রিযিকে বরকত দান করুন।

আবু মূসা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে ওযূর পানি এনে দিলাম। তখন তিনি ওযূ করেন, সালাত আদায় করেন এবং তিনি এ দোয়া পাঠ করেন।

রেফারেন্সহাসান। সহীহ আল-জামিঃ ১২৬৫

সেটিংস

বর্তমান ভাষা