১৯৫. রুকূর দোয়া সমূহ #২
কমপক্ষে ৩ বার এ তাসবীহ পাঠ করা -
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
সুব‘হা-না রাব্বিয়াল ‘আযীম
অনুবাদ
মহাপবিত্র আমার মহান প্রভু।
মনের আবেগ নিয়ে এ ঘোষণা বার বার দিতে হবে। কমপক্ষে ৩ বার এ তাসবীহ পাঠ করা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আচরিত ও নির্দেশিত কর্ম। অধিকাংশ বর্ণনায় “সুবহানা রাব্বিয়াল আযীম” এবং কোনো কোনো হাদীসে “সুবাহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহী” বর্ণিত হয়েছে।
রেফারেন্সসহিহ। তিরমিযীঃ ২৬২