১৯৪. রুকূর দোয়া সমূহ #১
Daily DuasProtectionIslamic PrayerCategory 13
শাক্বীক্ব (রাঃ) বলেন, হুযায়ফাহ্ (রাঃ) একজন লোককে দেখলেন, সে ঠিকমত রুকূ-সিজদা করল না। সে ছালাত শেষ করলে তিনি তাকে ডাকলেন। অতঃপর তাকে বললেন, তুমি ছালাত আদায় করনি। শাক্বীক্ব বলেন, আমি মনে করছি তিনি তাকে বললেন, তুমি এখন মারা গেলে তোমার মরণ এমন নীতির উপর হবে যা মুহাম্মাদ (ﷺ) যে নীতিতে রয়েছেন তার চেয়ে ভিন্ন। [১] কাতাদাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে ছালাত চুরি করে। ছাহাবীগণ বললেন, কিভাবে ছালাত চুরি করে? রাসূল (ﷺ) বললেন, যে তার রুকূ-সিজদা পূর্ণ করে না'। [২]
রেফারেন্স[১] বুখারীঃ ৭৯১
[২] সহিহ। মিশকাতঃ ৮৮৫