৫৪৯. বিপদ-মুসিবতের মুখোমুখি হলে
Daily DuasProtectionIslamic PrayerCategory 33
উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, কোনও বান্দা যদি বিপদ-মুসিবতের মুখোমুখি হয়ে বলে -
বিপদ-মুসিবতের মুখোমুখি হলে আরবি
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
বিপদ-মুসিবতের মুখোমুখি হলে উচ্চারণ
ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জি‘উন। আল্লা-হুম্মা'জুরনী ফী মুসীবাতী ওয়াখলিফ লী খাইরান মিনহা-
বিপদ-মুসিবতের মুখোমুখি হলে অনুবাদ
আমরা আল্লাহ্র জন্য, আর আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ্! আমার মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও! এবং তা থেকে উত্তম কিছু আমাকে দাও!
আল্লাহ্ অবশ্যই এর বদলে তাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন। আবু সালামা'র মৃত্যুর পর, আল্লাহ্র রাসূল (ﷺ)-এর নির্দেশ অনুযায়ী আমি এ দোয়া পাঠ করি, এরপর আল্লাহ্ তা'আলা আমাকে তার চেয়ে উত্তম অর্থাৎ আল্লাহ্র রাসূল (ﷺ)-কে দিয়েছেন।
রেফারেন্সমুসলিমঃ ৯১৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিষাক্ত দংশন-এর দোয়ামহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়াঅসুস্থতা ও বদনজরের মাসনূন দোয়ামুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #১অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১মুমূর্ষ রোগীর দোয়া #২নিজের কোন কিছু দেখে পছন্দ হলেরোগীর জন্য দোয়া #১অসুস্থ ও মৃতব্যক্তির পাশেঅসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়ানজর লাগার আশঙ্কা হলেফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা