৯১৭. ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা
ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা আরবি
اَللَّهُمَّ إِنَّكَ قُلْتَ : اُدْعُوْنِيْ أَسْتَجِبْ لَكُمْ، وَإِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ، وَإِنِّيْ أَسْأَلُكَ كَمَا هَدَيْتَنِيْ لِلْإِسْلَامِ أَنْ لَّا تَنْزِعَهُ مِنِّيْ حَتّٰى تَتَوَفَّانِيْ وَأَنَا مُسْلِمٌ
ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নাকা ক্বুলতাঃ উদ্উ’নী আস্তাজিব লাকুম, ওয়া ইন্নাকা লা- তুখলিফুল মিআ-দা, ওয়া ইন্নি আস্আলুকা কামা- হাদাইত্বানী লিল ইসলা-মী আন্লা- তানযিআ’হু মিন্নি হাত্তা তাতা'ওয়াফফা-নী ওয়া আন্না- মুস্লিমুন।
ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা অনুবাদ
হে আল্লাহ, নিশ্চয় আপনি বলেছেন, আমার নিকট দোয়া কর, আমি তােমাদের দোয়া কবুল করব। নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, যেভাবে আপনি আমাকে ইসলাম (ও ইমানের নেয়ামত) দান করেছেন, সেভাবে আপনি আমাকে তা থেকে বঞ্চিত করবেন না। অবশেষে আমাকে ইসলামের উপরই মৃত্যু দান করুন।
রেফারেন্সজায়্যিদ সনদ (মুহাম্মাদ ইবনে আব্দিল ওয়াহহাব)। আল-হাদিস লিবনি আব্দিল ওয়াহহাব ৩/১৪৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়াব্যাথার জন্য দোয়া #১নিজের ব্যাথার জন্য দোয়াবিপদ-মুসিবতের মুখোমুখি হলেব্যাথার জন্য দোয়া #২জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #২রোগীর জন্য দোয়া #১নজর লাগার আশঙ্কা হলেমুমূর্ষ রোগীর দোয়া #২অসুস্থ ব্যক্তির জন্য দোয়াবিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়াবিষাক্ত দংশন-এর দোয়া