৯১৭. ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা
اَللَّهُمَّ إِنَّكَ قُلْتَ : اُدْعُوْنِيْ أَسْتَجِبْ لَكُمْ، وَإِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ، وَإِنِّيْ أَسْأَلُكَ كَمَا هَدَيْتَنِيْ لِلْإِسْلَامِ أَنْ لَّا تَنْزِعَهُ مِنِّيْ حَتّٰى تَتَوَفَّانِيْ وَأَنَا مُسْلِمٌ
ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নাকা ক্বুলতাঃ উদ্উ’নী আস্তাজিব লাকুম, ওয়া ইন্নাকা লা- তুখলিফুল মিআ-দা, ওয়া ইন্নি আস্আলুকা কামা- হাদাইত্বানী লিল ইসলা-মী আন্লা- তানযিআ’হু মিন্নি হাত্তা তাতা'ওয়াফফা-নী ওয়া আন্না- মুস্লিমুন।
ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা অনুবাদ
হে আল্লাহ, নিশ্চয় আপনি বলেছেন, আমার নিকট দোয়া কর, আমি তােমাদের দোয়া কবুল করব। নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, যেভাবে আপনি আমাকে ইসলাম (ও ইমানের নেয়ামত) দান করেছেন, সেভাবে আপনি আমাকে তা থেকে বঞ্চিত করবেন না। অবশেষে আমাকে ইসলামের উপরই মৃত্যু দান করুন।
রেফারেন্সজায়্যিদ সনদ (মুহাম্মাদ ইবনে আব্দিল ওয়াহহাব)। আল-হাদিস লিবনি আব্দিল ওয়াহহাব ৩/১৪৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিপদ-মুসিবতের মুখোমুখি হলেকোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়াবদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়াঅসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়ারোগীর জন্য দোয়া #২পুরুষ মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়াশহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দোয়ামুমূর্ষ রোগীর দোয়া #১নিজের কোন কিছু দেখে পছন্দ হলেযখন কেউ কোন প্রীতিকর কিছু দেখে এবং বদনজর দিয়ে ক্ষতি না করতে চায় তখন তার জন্য পঠিতব্য দোয়ানজর লাগার আশঙ্কা হলেদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে