৮৩. বিকালের যিক্রসমূহ #৪
Daily DuasProtectionIslamic PrayerCategory 5
বিকালের যিক্রসমূহ #৪ আরবি
أَمْسَيْنَا وَأَمْسَا الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اللَّهُـمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ اللَّيْلَةِ :فَتْحَهَا، وَنَصْرَهَا، وَنُورَهَا، وَبَرَكَتَهَا، وَهُدَاهَا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا بَعْدَهَا
বিকালের যিক্রসমূহ #৪ উচ্চারণ
আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লা-হি রব্বিল ‘আলামীন। আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা খাইরা হাযিহিল লাইলাতি ফাত'হাহা- ওয়া নাসরাহা- ওয়া নুরাহা- ওয়া বারাকাতাহা- ওয়া হুদা-হা। ওয়া আ‘উযু বিকা মিন শাররি মা ফীহা ওয়া শাররি মা বা‘দাহা
বিকালের যিক্রসমূহ #৪ অনুবাদ
আমরা বিকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও বিকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব্ব আল্লাহ্র জন্য। হে আল্লাহ্! আমি আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ: বিজয়, সাহায্য, নূর, বরকত ও হেদায়াত। আর আমি আপনার কাছে আশ্রয় চাই এ দিনের এবং এ দিনের পরের অকল্যাণ থেকে।
রেফারেন্সআবূ দাউদ ৪/৩২২, নং ৫০৮৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়াসকালের যিক্র সমূহ #২নফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #২বিশেষ তাহলীলবিকালের যিক্রসমূহ #৬সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়াবিকালের যিক্রসমূহ #৩ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া