১০৪. সাপ-বিচ্ছু থেকে আত্মরক্ষার দোয়া

أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

আ’ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি, মিন শার্‌রি মা-খালাক্ব

অনুবাদ

আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।

আবু হুরাইরা (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর কাছে এসে বলে, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ), গত রাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিল যাতে আমি খুব কষ্ট পেয়েছি। তিনি বলেন, “যদি তুমি সন্ধ্যার সময় এ কথা (উপরের দোয়াটি) বলতে তাহলে তা তোমার কোনো ক্ষতি করতে পারত না।”

রেফারেন্সমুসলিমঃ ২৭০৮, ২৭০৯

সেটিংস

বর্তমান ভাষা