৯৩. সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭
Daily DuasProtectionIslamic PrayerCategory 5
সকালে ১ বার বলবে -
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭ আরবি
اَللَّهُمَّ إِنِّي قَدْ تَصَدَّقْتُ بِعِرْضِي عَلَى عِبَادِكَ
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭ উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নী ক্বাদ তাসাদ্দাক্বতু বি’ইরদ্বী- ‘আলা- ‘ইবাদিক।
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭ অনুবাদ
হে আল্লাহ্, আমি আমার মর্যাদা-সম্মান আপনার বান্দাগণের জন্য দান করে দিলাম।
তাবেয়ী আব্দুর রাহমান ইবনু আজলান অথবা সাহাবী আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: “তোমরা কি আবু দামদামের মতো হতে পার?” সাহাবীগণ প্রশ্ন করেন: “আবু দামদাম কে?” তিনি বলেন: “তোমাদের পূর্বের যুগের একজন মানুষ। তিনি প্রতিদিন সকালে এ বাক্যটি বলতেন।” অন্য বর্ণনায়: “তিনি বলতেন, আমাকে যে গালি দেয় আমি আমার সম্মান তাকে দান করলাম।”
রেফারেন্সসহিহ মাকতু। আবু দাউদঃ ৪৮৮৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিকালের যিক্রসমূহ #২ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫সকালের যিক্র সমূহ #৬সকালের যিক্র সমূহ #৪সকাল-সন্ধ্যার যিক্রের ফযীলতবিশেষ তাহলীলবিকালের যিক্রসমূহ #৩ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩নাফস ও শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়াসঠিক পথনির্দেশনা পাওয়ার দোয়া