৮৬২. সূর্য উদিত হওয়ার সময় দোয়া
যখন সূর্য উদিত হয়ে যাবে তখন এই দোয়া পড়বে -
সূর্য উদিত হওয়ার সময় দোয়া আরবি
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَقَالَنَا يَوْمَنَا هٰذَا وَلَمْ يُهْلِكْنَا بِذُنُوْبِنَا
সূর্য উদিত হওয়ার সময় দোয়া উচ্চারণ
আলহামদু লিল্লা-হিল্লাযি আক্বা-লানা ইয়াওমানা- হাযা- ওয়া-লাম ইউহ্লিক্না- বি-যুনূবিনা-
সূর্য উদিত হওয়ার সময় দোয়া অনুবাদ
সমস্ত প্রশংসা (ও অসংখ্য কৃতজ্ঞতা) আল্লাহ তা’আলার, যিনি আমাদেরকে আজকের দিন দেখিয়েছেন এবং আমাদের (বিগত দিনের) গােনাহের জন্য আমাদের ধ্বংস করেননি।
রেফারেন্সমুসলিমঃ ৮২২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সূরা ইখলাস, ফালাক ও নাসবিদ্বেষ-মুক্ত থাকার জন্য দোয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩একশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহীবিকালের যিক্রসমূহ #২বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়াসন্ধ্যায় উপনীত হলে করণীয়সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫সর্বদা পালনীয় একটি দোয়াদাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দোয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #১সকাল-সন্ধ্যার যিক্রের ফযীলত