৮৯. সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩
৩ বার বলবে -
بِسْمِ اللَّهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩ উচ্চারণ
বিসমিল্লা-হিল লাযী লা- ইয়াদুর্রু মা‘আসমিহী শাইউন ফিল আরদি ওয়ালা- ফিস সামা-ই, ওয়াহুআস সামীউল ‘আলীম।
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩ অনুবাদ
আল্লাহ্র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
উসমান (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিন বার করে এই দোয়াটি পাঠ করে তবে সে দিনে ও ঐ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।”
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৫০৮৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৬নাফস ও শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়াদাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দোয়ানফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়াসকাল-সন্ধ্যার দোয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #১সকালের যিক্র সমূহ #১সন্ধ্যায় উপনীত হলে করণীয়আয়াতুল কুরসীসকালের যিক্র সমূহ #২উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দোয়াবিকালের যিক্রসমূহ #১