৮৫. বিকালের যিক্রসমূহ #১
أَمْسَيْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ، حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
বিকালের যিক্রসমূহ #১ উচ্চারণ
আমসাইনা ‘আলা ফিত্বরাতিল ইসলামি ওয়া 'আলা কালিমাতিল ইখলাসি ওয়া 'আলা দ্বীনি নাবিয়্যিনা মু'হাম্মাদিন (ﷺ) ওয়া 'আলা মিল্লাতি আবীনা ইবরা-হীমা 'হানীফাম মুসলিমাও ওয়ামা কা-না মিনাল মুশরিকীন
বিকালের যিক্রসমূহ #১ অনুবাদ
আমরা বিকালে উপনীত হয়েছি ইসলামের ফিত্বরাতের উপর, নিষ্ঠাপূর্ণ বাণী (তাওহীদ) এর উপর, আমাদের নবী মুহাম্মাদ (ﷺ)-এর দ্বীনের উপর, আর আমাদের পিতা ইব্রাহীম (আঃ)-এর মিল্লাতের উপর-যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
রেফারেন্সসহীহ। সহীহ আল জামিঃ ৪৬৭৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সঠিক পথনির্দেশনা পাওয়ার দোয়াসূরা ইখলাস, ফালাক ও নাসসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৪বিকালের যিক্রসমূহ #৪দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দোয়াবিকালের যিক্রসমূহ #২একশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহীসূর্য উদিত হওয়ার সময় দোয়াসাপ-বিচ্ছু থেকে আত্মরক্ষার দোয়াসকালের যিক্র সমূহ #৩সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #২সকালের যিক্র সমূহ #৫