৮২. সকালের যিক্র সমূহ #৩
সকালের যিক্র সমূহ #৩ আরবি
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللَّهُـمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ فَتْحَهُ، وَنَصْرَهُ، وَنُورَهُ، وَبَرَكَتَهُ، وَهُدَاهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ
সকালের যিক্র সমূহ #৩ উচ্চারণ
আসবা'হ্না ওয়া আসবা'হাল-মূলকু লিল্লা-হি রব্বিল ‘আলামীন। আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা খাইরা হাযাল ইয়াওমি ফাত'হাহু ওয়া নাসরাহু ওয়া নুরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদা-হু। ওয়া আ‘উযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা‘দাহু
সকালের যিক্র সমূহ #৩ অনুবাদ
আমরা সকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব্ব আল্লাহ্র জন্য। হে আল্লাহ্! আমি আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ: বিজয়, সাহায্য, নূর, বরকত ও হেদায়াত। আর আমি আপনার কাছে আশ্রয় চাই এ দিনের এবং এ দিনের পরের অকল্যাণ থেকে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিদ্বেষ-মুক্ত থাকার জন্য দোয়াসকালের যিক্র সমূহ #৪সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দোয়াবাজার, শহর বা কর্মস্থলের যিক্রবিকালের যিক্রসমূহ #৬তাসবীহসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৪সাইয়্যেদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া)সকালের যিক্র সমূহ #৭দুনিয়াতে ও আখিরাতে নিরাপত্তা চাওয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩