৯১. সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫
Daily DuasProtectionIslamic PrayerCategory 5
সকাল-সন্ধ্যার দোয়া : ১ বার -
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫ আরবি
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِي شَأْنِيْ كُلَّهُ وَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫ উচ্চারণ
ইয়া- 'হাইউ ইয়া ক্বাইউমু, বিরা'হমাতিকা আসতাগীছু, আসলি'হ লী শা’নী- কুল্লাহু, ওয়া লা- তাকিলনী ইলা- নাফ্সী তারফাতা ‘আইন।
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫ অনুবাদ
হে চিরঞ্জীব, হে মহারক্ষক ও অমুখাপেক্ষী তত্ত্বাবধায়ক, আপনার রহমতের ওসীলা দিয়ে উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আর আমাকে একটি মুহূর্তের জন্যও, চোখের পলকের জন্যও আমার নিজের দায়িত্বে ছেড়ে দিবেন না।
আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফাতেমা (রাঃ)-কে বলেন, “আমি ওসীয়ত করছি যে, তুমি সকালে ও সন্ধ্যায় এ কথা বলবে।”
রেফারেন্সহাসান। সিলসিলাতুল সহীহাঃ ২২৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়াবিকালের যিক্রসমূহ #৫বিকালের যিক্রসমূহ #২বিকালের যিক্রসমূহ #৪বিকালের যিক্রসমূহ #১সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৬সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭সকাল-সন্ধ্যার দোয়াউপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দোয়াবদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়াএকশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহীবিকালের যিক্রসমূহ #৬