৯১. সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫
সকাল-সন্ধ্যার দোয়া : ১ বার -
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِي شَأْنِيْ كُلَّهُ وَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫ উচ্চারণ
ইয়া- 'হাইউ ইয়া ক্বাইউমু, বিরা'হমাতিকা আসতাগীছু, আসলি'হ লী শা’নী- কুল্লাহু, ওয়া লা- তাকিলনী ইলা- নাফ্সী তারফাতা ‘আইন।
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫ অনুবাদ
হে চিরঞ্জীব, হে মহারক্ষক ও অমুখাপেক্ষী তত্ত্বাবধায়ক, আপনার রহমতের ওসীলা দিয়ে উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আর আমাকে একটি মুহূর্তের জন্যও, চোখের পলকের জন্যও আমার নিজের দায়িত্বে ছেড়ে দিবেন না।
আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফাতেমা (রাঃ)-কে বলেন, “আমি ওসীয়ত করছি যে, তুমি সকালে ও সন্ধ্যায় এ কথা বলবে।”
রেফারেন্সহাসান। সিলসিলাতুল সহীহাঃ ২২৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিকালের যিক্রসমূহ #১সকালের যিক্র সমূহ #১সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #২দয়াময় আল্লাহ্র কাছে অতি প্রিয় দুটি কালেমাক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়াবিকালের যিক্রসমূহ #৬বাজার, শহর বা কর্মস্থলের যিক্রফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়াবিকালের যিক্রসমূহ #২সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩সাপ-বিচ্ছু থেকে আত্মরক্ষার দোয়াসন্ধ্যায় উপনীত হলে করণীয়