৭৬. আল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়া
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “আল্লাহ্র রাস্তায় লড়াইকারী, হাজ্জ আদায়কারী ও উমরা পালনকারী। তারা হলেন আল্লাহ্র প্রতিনিধি; তিনি তাদের ডেকেছেন আর তারা তাঁর ডাকে সাড়া দিয়েছেন; (সুতরাং) তারা আল্লাহ্র কাছে কিছু চাইলে, তিনি তাদের দেবেন।”
রেফারেন্সহাসান। ইবনু মাজাহঃ ২৮৯৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নেক কাজের উছিলা দোয়া কবুলের একটি মাধ্যমদোয়া কবুলের আরেকটি সময়ইউনুস (আঃ)-এর দোয়ামজলুুমের দোয়া কবুলের উদাহরণরোযাদারের দোয়াইফতারের সময় রোযাদারের দোয়ামুসিবতের সময়ের দোয়ামজলুমের দোয়াতাশাহুদের সময়ে পঠিত দোয়াএক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের দোয়াযে-ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়েযে ব্যক্তি ইসমে আযম-এর ওসীলা দিয়ে দোয়া করে