৭১. দোয়া কবুলের আরেকটি সময়
মু'আয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “কোনও মুসলিম যদি ওযূ করে আল্লাহ্র যিক্র করতে করতে ঘুমিয়ে পড়ে, তারপর রাতে উঠে আল্লাহ্র কাছে দুনিয়া ও আখিরাতের কোনও কল্যাণ চায়, আল্লাহ্ তাকে তা অবশ্যই দেবেন।”
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৫০৪২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যে-ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়েইউনুস (আঃ)-এর দোয়ারোযাদারের দোয়াযে ব্যক্তি ইসমে আযম-এর ওসীলা দিয়ে দোয়া করেইফতারের সময় রোযাদারের দোয়ানিরুপায় ব্যক্তির দোয়াআল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়ানেক কাজের উছিলা দোয়া কবুলের একটি মাধ্যমমুসিবতের সময়ের দোয়াতাশাহুদের সময়ে পঠিত দোয়ামজলুমের দোয়ামজলুুমের দোয়া কবুলের উদাহরণ