৭৭. সকাল-সন্ধ্যার যিক্‌রের ফযীলত

Daily DuasProtectionIslamic PrayerCategory 5

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি হাদীসটিকে রাসূল (ﷺ) থেকে মারফূ‘ হিসেবে বর্ণনা করেছেন, “কোনো গোষ্ঠী যারা যিক্‌র করছে, তাদের সাথে ফজরের সালাতের পরে সূর্য উঠা পর্যন্ত সময় বসা আমার কাছে ইসমাঈলের বংশধরদের চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়। অনুরূপভাবে কোনো গোষ্ঠী যারা যিক্‌র করছে, তাদের সাথে আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত সময় বসা আমার কাছে চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।”

রেফারেন্সহাসান। আবু দাউদঃ ৩৬৬৭

সেটিংস

বর্তমান ভাষা