৭৭. সকাল-সন্ধ্যার যিক্রের ফযীলত
আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি হাদীসটিকে রাসূল (ﷺ) থেকে মারফূ‘ হিসেবে বর্ণনা করেছেন, “কোনো গোষ্ঠী যারা যিক্র করছে, তাদের সাথে ফজরের সালাতের পরে সূর্য উঠা পর্যন্ত সময় বসা আমার কাছে ইসমাঈলের বংশধরদের চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়। অনুরূপভাবে কোনো গোষ্ঠী যারা যিক্র করছে, তাদের সাথে আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত সময় বসা আমার কাছে চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।”
রেফারেন্সহাসান। আবু দাউদঃ ৩৬৬৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অস্তগামী চাঁদের অনিষ্ট থেকে বাঁচার দোয়াএকশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহীক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়াসাইয়্যেদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া)বিকালের যিক্রসমূহ #৩সকালের যিক্র সমূহ #৫বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়াসকালের যিক্র সমূহ #৩নাফস ও শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়াসকালের যিক্র সমূহ #৬দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দোয়াবাজার, শহর বা কর্মস্থলের যিক্র