৬৫. মজলুুমের দোয়া কবুলের উদাহরণ

মজলুমের দোয়া কবুল হওয়ার একটি উদাহরণ হলো-আবু সা’দাহ্-র সঙ্গে সাদ (রাঃ) এর ঘটনা। সাদ (রাঃ) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সা’দাহ্ বলেন, “তোমরা যেহেতু আমাদের কাছ থেকে শপথ নিয়েছ, তাই বলছি: সাদ (রাঃ) সেনাবাহিনীর সঙ্গে যেতেন না, যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে সমতা বজায় রাখতেন না এবং বিচার করার সময় ইনসাফ করতেন না। সাদ (রাঃ) বলেন, “শুনে রাখো! শপথ আল্লাহ্‌র, আমি (তার জন্য) তিনটি দোয়া করছি, হে আল্লাহ্‌! তোমার এ বান্দা যদি মিথ্যুক হয়ে থাকে এবং মানুষের সামনে নিজেকে জাহির করার জন্য এ কথা বলে থাকে, তা হলে তুমি তাকে দীর্ঘ হায়াত দাও, তার দারিদ্র্যকে দীর্ঘায়িত করো এবং তাকে নানা পরীক্ষার মুখোমুখি করো!” পরবর্তী সময়ে আবু সা’দাহ্-‌কে জিজ্ঞাসা করা হলে সে বলত, “আমি হলাম নানা পরীক্ষায় জর্জরিত এক বুড়ো। সাদের (বদ) দোয়া আমার উপর লেগেছে।” আবদুল মালিক (রহঃ) বলেন, পরবর্তীকালে আমি তাকে দেখেছি-বার্ধক্যের দরুন তার ভ্রূ গুলো চোখের উপর নেমে এসেছে, আর সে রাস্তায় ছোটো ছোটো মেয়েদেরকে বিরক্ত করত।

রেফারেন্সবুখারীঃ ৭৫৫

সেটিংস

বর্তমান ভাষা