৭৩. মুসিবতের সময়ের দোয়া
কোনও বান্দা যদি বিপদ-মুসিবতের মুখোমুখি হয়ে বলে -
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللَّهُمَّ أْجُرْنِيْ فِي مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِي خَيْرًا مِّنْهَا
ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি‘উন। আল্লা-হুম্মা'অ জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা
আমরা আল্লাহ্র জন্য, আর আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ্! আমার মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও! এবং তা থেকে উত্তম কিছু আমাকে দাও!
আল্লাহ্ অবশ্যই এর বদলে তাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
তাশাহুদের সময়ে পঠিত দোয়া
আল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়া
দোয়া কবুলের আরেকটি সময়
যে ব্যক্তি ইসমে আযম-এর ওসীলা দিয়ে দোয়া করে
ইফতারের সময় রোযাদারের দোয়া
ইউনুস (আঃ)-এর দোয়া
যে-ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়ে
রোযাদারের দোয়া
এক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের দোয়া
নিরুপায় ব্যক্তির দোয়া
নেক কাজের উছিলা দোয়া কবুলের একটি মাধ্যম
মজলুমের দোয়া