৭৩. মুসিবতের সময়ের দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 4

কোনও বান্দা যদি বিপদ-মুসিবতের মুখোমুখি হয়ে বলে -

মুসিবতের সময়ের দোয়া আরবি

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللَّهُمَّ أْجُرْنِيْ فِي مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِي خَيْرًا مِّنْهَا

মুসিবতের সময়ের দোয়া উচ্চারণ

ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি‘উন। আল্লা-হুম্মা'অ জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা

মুসিবতের সময়ের দোয়া অনুবাদ

আমরা আল্লাহ্‌র জন্য, আর আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ্‌! আমার মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও! এবং তা থেকে উত্তম কিছু আমাকে দাও!

আল্লাহ্‌ অবশ্যই এর বদলে তাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন।

রেফারেন্সমুসলিমঃ ৯১৮

সেটিংস

বর্তমান ভাষা