৭৩. মুসিবতের সময়ের দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 4
কোনও বান্দা যদি বিপদ-মুসিবতের মুখোমুখি হয়ে বলে -
মুসিবতের সময়ের দোয়া আরবি
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللَّهُمَّ أْجُرْنِيْ فِي مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِي خَيْرًا مِّنْهَا
মুসিবতের সময়ের দোয়া উচ্চারণ
ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি‘উন। আল্লা-হুম্মা'অ জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা
মুসিবতের সময়ের দোয়া অনুবাদ
আমরা আল্লাহ্র জন্য, আর আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ্! আমার মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও! এবং তা থেকে উত্তম কিছু আমাকে দাও!
আল্লাহ্ অবশ্যই এর বদলে তাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন।
রেফারেন্সমুসলিমঃ ৯১৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রোযাদারের দোয়াযে ব্যক্তি ইসমে আযম-এর ওসীলা দিয়ে দোয়া করেআল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়ানিরুপায় ব্যক্তির দোয়াতাশাহুদের সময়ে পঠিত দোয়াইউনুস (আঃ)-এর দোয়ামজলুমের দোয়াইফতারের সময় রোযাদারের দোয়ামজলুুমের দোয়া কবুলের উদাহরণদোয়া কবুলের আরেকটি সময়নেক কাজের উছিলা দোয়া কবুলের একটি মাধ্যমযে-ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়ে