৭০. নেক কাজের উছিলা দোয়া কবুলের একটি মাধ্যম
দোয়া কবুল হওয়ার জন্য যেসব শক্তিশালী কার্যকারণ আছে, তার মধ্যে একটি হলো নিরুপায় অবস্থার মুখোমুখি হয়ে দোয়া করা। এর প্রমাণ হলো তিন ব্যক্তি সংক্রান্ত ওই হাদীস, যেখানে তারা রাতের বেলা বাধ্য হয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। পরে পাহাড় থেকে একটি শিলাখণ্ড এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তখন তারা একে অপরকে বলেন, “তোমরা সেসব আমল খুঁজে বের করো, যেগুলো একমাত্র আল্লাহ্র সন্তুষ্টি লাভের জন্য করেছিলে, এরপর সেগুলোর ওসীলা দিয়ে আল্লাহ্র কাছে চাও, তা হলে আশা করা যায়, তিনি তোমাদেরকে এখান থেকে মুক্তি দেবেন। এরপর তারা নিজেদের নেক আমলগুলোর ওসীলা দিয়ে আল্লাহ্র কাছে দোয়া করেন। এর পরিপ্রেক্ষিতে শিলাখণ্ডটি সরে গেলে তারা সেখান থেকে হেঁটে বেরিয়ে আসেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ইউনুস (আঃ)-এর দোয়া
এক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের দোয়া
তাশাহুদের সময়ে পঠিত দোয়া
মজলুমের দোয়া
আল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়া
মুসিবতের সময়ের দোয়া
যে ব্যক্তি ইসমে আযম-এর ওসীলা দিয়ে দোয়া করে
দোয়া কবুলের আরেকটি সময়
নিরুপায় ব্যক্তির দোয়া
যে-ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়ে
ইফতারের সময় রোযাদারের দোয়া
রোযাদারের দোয়া