৬৮. যে-ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়ে
নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে উঠে এ বাক্যগুলো বলে -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ. اَلْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়্যিন ক্বাদীর, ‘আল-‘হামদু লিল্লাহ’, ওয়া ‘সুব’হা-নাল্লা-হ', ওয়া লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া ‘আল্লা-হু আকবার', ওয়া লা- ‘হাওলা ওয়া লা- ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ
আল্লাহ্ ছাড়া সত্য কোনও ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনও অংশীদার নেই, রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহ্র, আল্লাহ্ পবিত্র, আল্লাহ্ ছাড়া কোনও ইলাহ নেই, আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ, মহান আল্লাহ্ ছাড়া কারও কোনও শক্তি-সামর্থ্য নেই।
এরপর বলে, “হে আল্লাহ্! আমাকে মাফ করে দাও!” অথবা অন্য কোনও দোয়া করে, তার দোয়া কবুল হয়। তারপর ওযূ করে সালাত আদায় করলে, তার সালাত কবুল হয়।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মুসিবতের সময়ের দোয়া
মজলুুমের দোয়া কবুলের উদাহরণ
দোয়া কবুলের আরেকটি সময়
আল্লাহ্র রাস্তায় লড়াইকারীর দোয়া
ইফতারের সময় রোযাদারের দোয়া
মজলুমের দোয়া
নেক কাজের উছিলা দোয়া কবুলের একটি মাধ্যম
নিরুপায় ব্যক্তির দোয়া
তাশাহুদের সময়ে পঠিত দোয়া
ইউনুস (আঃ)-এর দোয়া
এক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের দোয়া
যে ব্যক্তি ইসমে আযম-এর ওসীলা দিয়ে দোয়া করে