৭২৩. ক্ষমা চাওয়ার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 38
ক্ষমা চাওয়ার দোয়া আরবি
اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
ক্ষমা চাওয়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নাকা 'আফুউন, কারীমুন তু'হিব্বুল 'আফওয়া, ফা'আফু 'আন্নী
ক্ষমা চাওয়ার দোয়া অনুবাদ
হে আল্লাহ্! তুমি ক্ষমাশীল, মহানুভব!, তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব, আমাকে ক্ষমা করে দাও।
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তা হলে ওই রাতে আমি কী বলব?” নবী (ﷺ) বলেন, তুমি বলো- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৫১৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সহজ হিসাবের জন্য দোয়াগুনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র হওয়ার দোয়ামহামারী ও রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়ার দোয়াশ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়াগোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৩অঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনাকোন মুমিনকে কষ্ট দিলে বা গালি দিলে তার জন্য দোয়াঅন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #২মজবুত ঈমান ও শত্রুদের থেকে নিরাপত্তা চাওয়ার দোয়াইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়াঅপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়া