৭২৩. ক্ষমা চাওয়ার দোয়া
اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
আল্লা-হুম্মা ইন্নাকা 'আফুউন, কারীমুন তু'হিব্বুল 'আফওয়া, ফা'আফু 'আন্নী
হে আল্লাহ্! তুমি ক্ষমাশীল, মহানুভব!, তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব, আমাকে ক্ষমা করে দাও।
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তা হলে ওই রাতে আমি কী বলব?” নবী (ﷺ) বলেন, তুমি বলো- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যিক্র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়া
দুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়া
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায়
অঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা
জানা অজানা শির্ক থেকে আশ্রয় চাওয়া
ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি
আল্লাহ্র কাছে তাওবা করা ও ক্ষমা চাওয়া
পরিপূর্ণ ঈমান, অশেষ অনুগ্রহ এবং রাসুল (ﷺ) সাহচর্য চাওয়ার দোয়া
কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
সাইয়্যিদুল ইসতিগফার