৫৪১. রোগীর জন্য দোয়া #১
لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
রোগীর জন্য দোয়া #১ উচ্চারণ
লা- বাঅ্সা, ত্বাহূরুন ইন শা- আল্লা-হ
রোগীর জন্য দোয়া #১ অনুবাদ
চিন্তা করো না গুনাহ হতে তুমি পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ্ (এর কারণে আল্লাহ্ আপনার পাপরাশি ক্ষমা করে আপনাকে পবিত্র করবেন)
রাসূলুল্লাহ্ (ﷺ) কোনো অসুস্থকে দেখতে গেলে এ দোয়া বলতেন।
রেফারেন্সবুখারীঃ ৩৬১৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ব্যাথার জন্য দোয়া #২জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #১অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #২নিজের ব্যাথার জন্য দোয়াবিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়ারোগীর জন্য দোয়া #২বিষাক্ত দংশন-এর দোয়ানজর লাগার আশঙ্কা হলেমহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়াবদনজর থেকে হিফাযতমুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২বিপদ-মুসিবতের মুখোমুখি হলে